1. ruhulaminsp54@gmail.com : জমিয়ত নিউজ : জমিয়ত নিউজ
  2. info@www.jamiatnewsbd.com : জমিয়ত নিউজ :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা মেনে নিবে না: জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্র জমিয়ত কর্মিদের ব্যক্তি গঠনে গুরুত্ব দিতে হবে: মাওলানা আব্দুল মালিক চৌধুরী জমিয়ত পিতৃপরিচয়হীন সংগঠন নয়, জমিয়তের শেকড় অনেক গভীরে। মাওলানা ফেরদাউসুর রহমান মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সন্তান কতৃক পিতা খুন হওয়া এবং সেই খুনের দৃশ্য ফেসবুক লাইভে এসে প্রচার করা সামাজিক অধঃপতনের নিকৃষ্টতম দিক। জরুরী ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে –জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জমিয়তকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে হবে। শাপলা ট্রাজেডিসহ সকল হত্যাকাণ্ডের আসামীদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বৃহত্তর মিরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে আজ শুক্রবার (২রা মে) বাদ জুমা রাজধানীর মিরপুর ১নম্বর গোল চত্বরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর সঞ্চালনায় ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা লোকমান মাযহারীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, “বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের জনগণের হৃদয়ে ইসলাম গভীরভাবে প্রোথিত। ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সম্প্রতি প্রস্তাবিত ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’-এর খসড়া সুপারিশগুলো ইসলামী আকীদা ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। সমতা ও অধিকারের নামে ইসলামের নির্ধারিত সীমা লঙ্ঘনের অপচেষ্টা করা হয়েছে, যা এই দেশে ধর্মীয় ও সামাজিক অস্থিরতা ডেকে আনতে পারে। অবিলম্বে এই কমিশন বাতিল করতে হবে।”
সভাপতির বক্তব্যে মাওলানা লোকমান মাযহারী বলেন, “ইসলাম নারীর মর্যাদা ও অধিকারকে যে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করেছে, তা ইতিহাসে বিরল। কন্যা, স্ত্রী, মা—প্রত্যেক অবস্থানে নারী সম্মান ও স্নেহ পাওয়ার যোগ্য। কুরআন নারীকে উত্তরাধিকার, বিবাহ, শিক্ষা ও উপার্জনের অধিকার দিয়েছে। অথচ আজকে তথাকথিত সংস্কারের নামে নারীর প্রকৃত মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম,
দারুস সালাম থানা শাখার জমিয়ত সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন হোসাইনী, পল্লবী থানা জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী, যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মানিক, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারী, সাধারণ সম্পাদক কাউসার আহমাদ,সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, শাহ আলী থানার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাওলানা ওয়ালী উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা এ ধরনের কমিশন গঠনের পেছনে বিদেশি চাপ ও দেশীয় কিছু এনজিও-চক্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন এবং এ বিষয়ে সারাদেশে গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান।
আরো উপস্থিত ছিলেন কাফরুল থানার সভাপতি মাওলানা আজিজুর রহমান মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ সাবেরী, মিরপুর থানা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ফজলে এলাহী,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, শেরেবাংলা নগর থানার আহবায়ক মাহফুজুর রহমান, ছাত্র নেতা মুহাম্মদ যোবায়ের, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সালমান শিকদার, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ত্বকী, মাওলানা আঃ হালীম মিরপুর থানা, মাওলানা শফিকুল ইসলাম রুহানী, মাওলানা ইয়াহ্ইয়া প্রমূখ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশ সকলের আহ্বান জানান নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট