এতদ্বারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, নবগঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার প্রচার বিভাগে পরিবর্তন আসার প্রেক্ষিতে এবং কিছু সমস্যা সামনে আসার কারণে অদ্য ১৩ মে ২০২৫ ঈ. তারিখ হতে আগের পেইজটির বিলুপ্তি ঘোষণাপূর্বক Jamiat Ulama-e-Islam Bangladesh. Official নামে এই পেইজটি চালু করা হল।
এখন থেকে দলের বক্তব্য-বিবৃতিসহ সব ধরণের দলীয় নিউজ ও বার্তা ইত্যাদি এই পেইজ থেকে প্রচারিত হবে ইনশাআল্লাহ।
অতএব, এই পেইজের বাইরে দলের নামে-বেনামে অন্য কোন পেইজ ও আইডি থেকে কোন প্রকার পোস্ট,বক্তব্য,মন্তব্য প্রচারিত হলে তা কোন ভাবেই দলের অফিসিয়াল বক্তব্য হিসেবে গণ্য হবে না।
নির্দেশক্রমে
(মাওলানা) মঞ্জুরুল ইসলাম আফেন্দী
মহাসচিব
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ