আজ ০৭ মে বুধবার বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া মাযহারুল উলূম মাদরাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বৃহত্তর মিরপুর জোনের দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর সঞ্চালনায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা লোকমান মাযহারীর সভাপতিত্বে জোন বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া— তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা পেশ করেন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জমিয়তকে সাংগঠনিক ভাবে আরে শক্তিশালী করতে হবে।
এসময় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন—পল্লবী থানা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, দারুস সালাম থানা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, সাধারণ সম্পাদক মুফতী হামেদ জহিরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার ফখরুদ্দীন হোসাইনী, কাফরুল থানা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ সাবেরী,সহ সভাপতি মুফতী আব্দুল্লাহ মামুন কাসেমী,শাহ আলী থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম,ভাষানটেক থানা শাখার আহ্বায়ক মুফতী আবু হানিফা, শেরেবাংলা নগর থানা শাখার আহ্বায়ক মাওলানা মাহফুজুর রহমান,রুপনগর থানা শাখার আহ্বায়ক মাওলানা নুরুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইউসুফ শরীফ,মাওলানা ফারুক মাওলানা মুহাম্মাদ রুবাইয়্যাত,মাওলানা মিনহাজুল আরিফিন, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আবু সাঈদ খালেদ, মাওলানা নূরে আলম তালুকদার প্রমূখ।
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
যুগ্ম মহাসচিব,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ